৪ নং তুলশীরচর ইউনিয়ন টি ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। প্রতি বছর অনেক অনেক ঘর-বাড়ী নদীর গর্ভে বিলিন হয়ে যায় কিন্তু তাদের পূর্ণবাসনের কোন ব্যবস্থা নেই। তারা প্রতি বছর বন্যায় খোলা আকাশের নিচে বসবাস করে কেউ কেউ জীবিকার
তাগিতে চলে যায় ভিন্ন ভিন্ন যায়গায়। তাদের মাখা খোজার ঠায় নাই তারা বাসমান মানুষের মত ঘুরে বেড়ায়। বিশেষ করে ১ নং ওয়ার্ডের মধ্যগজারিয়া গ্রাম ও ৪ নং ওয়ার্ডের গাড়ামারা (বাকচর) গ্রাম অনেক ঘর-বাড়ী নদীতে বীলিন হয়ে গেছে। এই ভাবে নদী ভাঙ্গন অবব্যাহত থাকলে আগামী ১ বছরের মধ্যে গাড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নদীতে চলে যাবে। আমি উদ্যোক্তা হারিজ উদ্দিন সকলের সহযোগিতা কামনা করছি। যাতে গ্রাম তথা প্রাথমিক বিদ্যালয়টি রক্ষা পায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস