জামালপুর সদর উপজেলার ৪ নং তুলশীর চর ইউনিয়নে কোন ব্যাংক নেই।
কিন্তু ব্যাংকের কিছু কার্যক্রম নিম্নে দেও্রয়া হল।
এটিএম (অটোমেটেড টেলার মেশিন) :
এটিএম বলতে বুঝায় অটোমেটেড টেলার মেশিন। এটিএম দিয়েকোন মানুয়ের সহায়তা না নিয়েই ব্যাংক বিল্ডিং এর বাইরে যেকোন স্থানে ব্যাংকের একজন হিসাবধারী যেকোন সময় স্বয়ংক্রিয়ভাবে টাকা উঠানো,ব্যালেন্স অনুসন্ধান, মোবাইল পেমেন্ট, ব্যালেন্স ট্রান্সফার, মিনি একাউন্ট স্টেটমেন্ট প্রিন্ট প্রভৃতি কাজ করতে পারে। এটিএমে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে ম্যাগনেটিক স্ট্রিপ বা চিপ প্রযুক্তি যুক্ত প্লাস্টিক কার্ডের দ্বারা লেনদেন করা হয়।
বর্তমানে এটিএম সার্ভিস ব্যাংকিং খাতের এক জনপ্রিয় প্রদান মাধ্যম হিসাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক দেশের সমস্ত আন্তঃব্যাংক এটিএম সুইচকে সমন্বিত করে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) চালু করেছে। অর্থাৎ যে কোন ব্যাংকের এটিএম হতে অন্য ব্যাংকের হিসাব হতে টাকা উঠানোসহ অন্যান্য কাজ করা যাবে। দেশে কিছু বেসরকারী উদ্যেগে প্রাতিষ্ঠিত সুইচ এটিএম সেবা প্রদান করছে যেমন –Omnibus, Q-Cash, Cash link উলেস্নখযোগ্য। বাংলাদেশে ২০০১ সাল থেকে এটিএম সেবা চালু রয়েছে।
কে এটিএম ব্যবহার করতে পারবে :
এটিএম ব্যবহারের পদ্ধতি :
এটিএম হতে যে সকল সেবা প্রদান পাওয়া যায়ঃ
এটিএম ব্যবহারের সুবিধা :
এটিএম একটি জনপ্রিয় আধুনিক ব্যাংকিং সেবা যা দ্রুতই প্রসার হচ্ছে। এটিএম সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকিং সেক্টর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করছে। আর্থিক সেবাভুক্তিতে এটিএম একটি অগ্রণী ভূমিকা রাখছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS