তুলশীরচর ইউনিয়নের বর্ষা কালের অন্যতম ফসল হচ্ছে পাট। আমরা সকলেই জানি পাট আমাদের দেশের প্রধান অর্থকারী ফসল। তাই পাটকে সোনালী আশ বলা হয়। ৪ নং তুলশীরচর ইউনিয়নের প্রায় সব গ্রামে পাট ভাল জন্মে। পাটকে আরও বেশি করে উৎপাদন করার জন্য ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বিক সহযোগিতা সহ বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকেন। এই ইউনিয়নের যে কত মেট্রিক টন পাট জন্মে তা অনুমান করা যায় না। এই সব পাট নরুন্দি বাজার, নান্দিনা বাজার, আনন্দ বাজার ও শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারে বিক্রি হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS